‘প্রজেক্ট বিগ পিকচার’ পরিকল্পনা বাতিল করে দিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো

Liverpool's Spanish goalkeeper Adrian in his goal area under the scoreboard displaying the 7-2 scoreline during the English Premier League football match between Aston Villa and Liverpool at Villa Park in Birmingham, central England on October 4, 2020. (Photo by PETER POWELL / POOL / AFP) / RESTRICTED TO EDITORIAL USE. No use with unauthorized audio, video, data, fixture lists, club/league logos or 'live' services. Online in-match use limited to 120 images. An additional 40 images may be used in extra time. No video emulation. Social media in-match use limited to 120 images. An additional 40 images may be used in extra time. No use in betting publications, games or single club/league/player publications. /

বেশ কিছুদিন ধরেই প্রিমিয়ার লিগের বর্তমান ফর্মেটের বিশাল পরিবর্তন পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। কিন্তু বিতর্কিত সেই ‘প্রজেক্ট বিগ পিকচার’ প্রস্তাবনাকে সর্বসম্মতিক্রমে বাতিল করে দিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।

ইংলিশ ফুটবলের পুনর্গঠনের অংশ হিসেবে পরিকল্পনা করা হয়েছিল প্রিমিয়ার লিগের ক্লাবসংখ্যা ২০ থেকে কমিয়ে ১৮’তে নিয়ে আসা হবে এবং লিগ কাপ পুরোপুরি বাতিল করা হবে। ইংলিশ ফুটবলে সম্প্রচার রাজস্ব থেকে আরো বেশী আয়ের উদ্দেশ্যে শীর্ষ ক্লাবগুলোকে আরো বেশী শক্তিশালী ক্ষমতা প্রদান করা হবে।
পরিকল্পনাটি প্রথম থেকেই বৃটিশ সরকারের সমালোচনার মুখে পড়ে।

প্রিমিয়ার লিগের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রিমিয়ার লিগের ২০টি ক্লাবই একবাক্যে স্বীকার করেছে ‘প্রজেক্ট বিগ পিকচার’ পরিকল্পনা প্রিমিয়ার লিগ কিংবা এফএ বাস্তবায়ন করতে পারবে না। ইংলিশ ফুটবলকে আর্থিকভাবে লাভবান করার জন্য ভবিষ্যতের কাঠামো নিয়ে ২০টি ক্লাবের সাথে আলোচনা করেই প্রিমিয়ার লিগ পরবর্তী সিদ্ধান্ত নিবে।’