প্রধানমন্ত্রীর অনুদান পেলেন চার শিল্পী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় শিল্পীদের আবেদনে সাড়া দিয়ে থাকেন। এবারও অসুস্থ ও অসহায় চার শিল্পীর দিকে পরম মমতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই চার শিল্পীকে ৯০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী। তারা হলেন-অভিনেতা প্রবীর মিত্র, রেহানা জলি, নূতন ও কণ্ঠশিল্পী কুদ্দুস বয়াতি।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় এই চার গুণী শিল্পীকে গণভবনে ডেকে প্রধানমন্ত্রী তাদের হাতে ৯০ লাখ টাকা অনুদান তুলে দেন।

প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র ও অসুস্থ অভিনেত্রী রেহানা জলি ২৫ লাখ করে টাকা পেয়েছেন। ২০ লাখ টাকা করে পেয়েছেন অভিনেত্রী নূতন ও শিল্পী কুদ্দুস বয়াতি। তাদের সবাইকে উক্ত মূল্যের সমমান সঞ্চয়পত্র তুলে দেয়া হয়েছে।

শিল্পী ঐক্য জোটের সভাপতি ও অভিনেতা ডি এ তায়েবের পরামর্শে সংগঠনটির সাধারণ সম্পাদক ও নাট্য নির্মাতা জিএম সৈকতের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন তিন শিল্পী অভিনেতা প্রবীর মিত্র, রেহানা জলি ও নূতন। অনুদান গ্রহণের সময় শিল্পী ঐক্য জোটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্মাতা জিএম সৈকত।

জিএম সৈকত বলেন, চিকিৎসার জন্য গত সপ্তাহে প্রধানমন্ত্রীর অনুদান চেয়ে আবেদন জমা দেওয়া হয়। একসপ্তাহের মধ্যেই এই আবেদনে সাড়া পাওয়া গেছে। সঞ্চয়পত্র হিসেবে প্রতিমাসে একটি করে কিস্তিতে টাকা পাবেন তারা।

আজকের বাজার/এমএইচ