প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান গণফোরামের

আওয়ামী লীগের তৃতীয় মেয়াদের সরকারের প্রথম ঘোষিত বাজেট ‌‘জনগণের নয়’ মন্তব্য করে গণফোরাম বলেছে, বর্তমান বাজেটটি আমরা সম্পূর্ণরূপে প্রত্যাখান করছি।

শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এসব কথা বলেন।

তিনি জানান, এটি একটি অদূরদর্শী ও দূর্বলভাবে প্রণীত বাজেট। এ বাজেটে দেশের সমস্যা মোকাবেলার কোনো চেষ্টার প্রতিফলন হয়নি। দেশকে যারা লুটছে ও অবৈধভাবে সম্পদ অর্জন করছে তাদের সুবিধার জন্যই এ বাজেট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ড. কামাল জানান, জনগণকে সাথে নিয়ে সরকার পতনের কর্মসূচি দিবে গণফোরাম। আর যদি সরকার এ বাজেট পাশ করে তবে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তিনি।

আজকের বাজার/এমএইচ