ফাইজার-বায়োএনটেক তৈরি টিকার জরুরি অনুমোদন দিয়েছে ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( ডব্লিউএইচও) বিশ্বব্যাপী দেশগুলোতে করোনা টিকার দ্রুত আমদানি ও বিতরণের পথ সুগম করতে বৃহস্পতিবার সংস্থাটি ফাইজার-বায়োএনটেক তৈরি টিকা প্রদানের জরুরি অনুমোদন দিয়েছে।
বৃটেন ৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্র-জার্মান প্রতিষ্ঠান উদ্ভাবিত ভ্যাকসিনটি প্রয়োগ শুরু করেছে, এরপরই যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপিয়ান ইউনিয়ন টিকা প্রদান কার্যক্রম শুরু করে।
ডব্লিউএইচও বলেছে, এক বছর আগে চীন থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর প্রথম এই বায়োএনটেক ভ্যাকসিনটিই ‘জরুরি অনুমোদন’ পেয়েছে।
ডব্লিউএইচও’র সিনিয়র কর্মকর্তা ম্যারিঞ্জেলা সিমাও বলেছেন, “বিশ্বব্যাপী কোভিড ১৯ ভ্যাকসিন সুবিধা নিশ্চিত করতে এই অনুমোদন অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ।”
তিনি এক বিবৃতিতে বলেন, “বিশ্বের সর্বত্র অগাধিকারের ভিত্তিতে লোকদের ভ্যাকসিরনর চাহিদা মেটাতে পর্যাপ্ত সরবরাহের জন্য বৃহত্তর বৈশ্বিক প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর আমি গুরুত্ব দিতে চাই।”
ডব্লিউএইচও বলেছে, বিভিন্ন দেশে ভ্যাকসিন আমদানি ও বিতরণের অনুমোদনে নিয়ন্ত্রকদের জন্য জরুরি ব্যবহারের তালিকা উন্মুক্ত করতে হবে।