বর্তমান সরকার উল্লেখযোগ্য হারে নারীর উন্নয়ন ত্বরান্বিত করেছে : ইন্দিরা

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, বর্তমান সরকার ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে উল্লে¬খযোগ্য হারে নারীর উন্নয়ন ত্বরান্বিত করেছে।
আজ রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশে অবস্থিত ইউএন এজেন্সি প্রধানদের সাথে এসডিজি অর্জন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে আছে গ্রতিটি গ্রামে শহরের মত আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে এর ফলে নারী ও শিশুর জীবন মানের উন্নয়ন সাধিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত বাংলাদেশ অর্জনে নারীরা অগ্রণী ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।