বাংলাদেশি ব্যবসায়ীদের চীনের বিকল্প না খোঁজার অনুরোধ

করোনাভাইরাসের প্রেক্ষাপটে বাংলাদেশি ব্যবসায়ীদের চীনের বিকল্প বাজার না খোঁজার অনুরোধ করেছেন রাষ্ট্রদূত লি জিমিং।

তিনি বলেছেন, ‘পরিস্থিতি বিবেচনা করে অন্য দেশে ব্যবসা স্থানান্তর হবে ব্যয়বহুল, অসম্ভব এবং অপ্রয়োজনীয়।’

সোমবার, ১৭ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ‘ডিক্যাব’ আয়োজিত ‘ডিক্যাব টকে’ রাষ্ট্রদূত এই অনুরোধ জানান।

এ সময় চীনের সহায়তায় বাংলাদেশে যেসব মেগা প্রকল্প হচ্ছে, সেগুলোর কাজ ব্যাহত হতে পারে বলেও জানান রাষ্ট্রদূত।

করোনাভাইরাস নিয়ে পশ্চিমা গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে জানিয়ে লি জিমিং বলেন, ‘করোনাভাইরাসের বিস্তার চীনে হলেও এখন পর্যন্ত এই রোগের উৎস যে চীনে, সেটা তো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। তারপরও পশ্চিমা গণমাধ্যম এই রোগকে মেড ইন চায়না বলে অপপ্রচার চালাচ্ছে।’

রোহিঙ্গা ইস্যুতে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ ও মিয়ানমারই এখানে মূল ভূমিকা পালনকারী, চীন নয়। তবে এই সমস্যার সমাধানে চীন দুই দেশকেই সহায়তা করছে।’

অনুষ্ঠানে বক্তব্য দেন ডিক্যাব সভাপতি আঙ্গুর রাহার মন্টি এবং সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান।

আজকের বাজার/এমএইচ