বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় জাপানের সহায়তা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত

বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে জাপানের সহায়তা অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি।

সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এক বৈঠকে জাপানি রাষ্ট্রদূত এ আশ্বস্থতার কথা জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। খবর ইউএনবি।

ইহসানুল করিম বলেন, জাপানের রাষ্ট্রদূতর আশ্বস্ত করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফরে ৪০তম সরকারি উন্নয়ন সহায়তায় (ওডিএ) ২.৫ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর হবে, যা গত বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি।

প্রেস সচিব জাপানি রাষ্ট্রদূতের বরাত দিয়ে আরও বলেন, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আসন্ন সফরে প্রধানন্ত্রী শেখ হাসিনাকে তার দেশে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সর্বশেষ সংসদীয় নির্বাচনের মাধ্যমে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে হিরোইয়াসু ইজুমি বলেন, আগামী পাঁচ বছর বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেশের অর্থনীতি সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে।

কক্সবাজারের মহেশখালী উপজেলায় ১২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতির প্রশংসা করেন জাপানি রাষ্ট্রদূত।

জাপানকে বাংলাদেশের মহান বন্ধু আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিনিও শিনজো আবের সাথে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এছাড়া দেশের অর্থনীতিতে জাপানের অবদান এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধুর শাসনামলে রূপসা সেতুর নির্মাণে জাপানের অবদান স্মরণ করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে অন্যদের মধ্যে মূখ্য সচিব এম নজিবুর রহমান, প্রধানমন্ত্রীয় কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়কারী মো. আবুল কালাম আজাদ এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন।

আজকের বাজার/এমএইচ