বাজেট অধিবেশন শুরু

একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন মঙ্গলবার বিকাল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে।

অধিবেশন শুরুর আগে সংসদের কার্যকরী উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম নির্ধারণ করা হয়। খবর ইউএনবি।

রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদে পাওয়া ক্ষমতাবলে গত ১৩ মে এ অধিবেশন আহ্বান করেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার সংসদে আসন্ন ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উত্থাপন করবেন।

বাজেটের আকার ৫ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ২৫ মে এক ইফতার মাহফিলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, গত বছরের ৭ জুন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পেশ করেছিলেন।

আজকের বাজার/এমএইচ