বিআরটিএ থেকে লাইসেন্স পেল উবার-পাঠাও-সহজ

জনপ্রিয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘উবার’, ‘পাঠাও’ এবং ‘সহজ’কে লাইসেন্স (এনলিস্টমেন্ট সার্টিফিকেট) দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স দেওয়া হয়।

‘উবার’ ও ‘পাঠাও’ পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। লাইসেন্স পাওয়ার পর উবারের পূর্ব ভারত ও বাংলাদেশ প্রধান রাতুল ঘোষ বলেন, ‘বাংলাদেশে উবারের জন্য অনেক ভালো একটি দিন। বিআরটিএ ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা যে সহযোগিতা ও সমর্থন পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞ।’

বিজ্ঞপ্তিতে পাঠাও-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সহপ্রতিষ্ঠাতা হুসেইন মো. ইলিয়াসকে উদ্ধৃত করে বলা হয়েছে, বাংলাদেশের বৃহত্তম অন-ডিমান্ড ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে বিআরটিএর এনলিস্টমেন্ট সার্টিফিকেট পেয়ে আমরা কৃতজ্ঞ। পাঠাও-এর লাইসেন্স প্রাপ্তির মধ্য দিয়ে রাইড শেয়ারিং খাতের আইনি কাঠামো পূর্ণতা পেয়েছে।

সহজ-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মালিহা কাদির বলেন, বিজয়ের মাসে বিআরটিএ থেকে রাইড শেয়ারিং এনলিস্টমেন্ট সার্টিফিকেট পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত। এ যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে ‘সহজ’।

আজকের বাজার/এমএইচ