বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের তালা

বয়সসীমা না করে ধারাবাহিক কমিটির দাবিতে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছে ছাত্রদলের একাংশ।

মঙ্গলবার সকাল ১১ টার দিকে ছাত্রেদলের সদ্য বিলুপ্ত কমিটির কয়েকশ নেতাকর্মী নয়াপল্টনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। পরে এক পর্যায়ে তারা প্রধান ফটকে তালা দিয়েও বিক্ষোভ অব্যাহত রাখে।

বেলা ১টার দিকে এ প্রতিবেদল লেখা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রয়েছে এবং বিক্ষোভকারীরা বয়সসীমা না রাখার ব্যাপারে তাদের দাবির স্বপক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

প্রসঙ্গত, গত ৩ জুন বিএনপির কেন্দ্রীয় কমিটি তাদের ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি বিলুপ্তির ঘোষণা দেয়।

বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কাউন্সিলরদের মতামতের ভিত্তি আগামী ৪৫ দিনের মধ্যে নতুন কমিঠি গঠন করা হবে।

ছাত্রদলের অনুষ্ঠিতব্য কাউন্সিলে প্রার্থী হওয়ার যোগ্যতার বিষয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রদলের প্রাথমিক সদস্য হতে হবে। অবশ্যই বাংলাদেশে অবস্থিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র হতে হবে। কেবল ২০০০ সাল থেকে পরবর্তীতে যেকোনো বছরে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আজকের বাজার/এমএইচ