বিডিবিএল এর নতুন “এমডি এন্ড সিইও” কাজী আলমগীর

কাজী আলমগীর বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এর নতুন “এমডি এন্ড সিইও” হিসেবে যোগদান করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ স¤প্রতি এই নিয়োগ প্রদান করে। ইতিপূর্বে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর এমডি হিসেবে অবসর নিয়েছেন।

জনাব কাজী আলমগীর ১৯৮৬ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। সুদীর্ঘ ৩৩ বছরের চাকুরী জীবনে তিনি অগ্রণী ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা, অঞ্চল, বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক হিসেবে প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কর্মসংস্থান ব্যাংকের ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগে এমএসসি ও একই বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ব্যাংকিং) ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রশিক্ষণ, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। তিনি নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মহজমপুর গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।