বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং:এক হাজারের মধ্যে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন প্রতি বছর বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাংকিং এর একটি তালিকা প্রকাশ করে। ঐ তালিকায় ৯২টি দেশের ১৩শ বিশ্ববিদ্যালয় অন্তুর্ভুক্ত করা হয়।

যার মধ্যে বাংলাদেশের শীর্ষস্থানীয় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান প্রথম এক হাজারের মধ্যে নাই।

সেই সাথে এক সময়ের ‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না। অন্যদিকে, বিদেশে পড়তে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীর সংখ্যা গত ১২ বছরে বেড়ে হয়েছে প্রায় চার গুণ। এই বাস্তবতায় আজকের আলাপন- ‘বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর গুনগত মান এবং বিদেশী শিক্ষার্থীর সংখ্যা হ্রাস’।খবর ভিওএ।

আজকের বাজার/লুৎফর রহমান