ব্যাংক এশিয়ার ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন বিএসইসি’র

ব্যাংক এশিয়া লিমিটেডের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বিএসইসি। মঙ্গলবার বিএসইসির ৬৯৩তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

বিএসইসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংক এশিয়া লিমিটেডের যে বন্ডের অনুমোদন দেয়া হয়েছে তার মেয়াদ ৭ বছর। এই বেন্ডের বৈশিষ্ট হলো: নন কনভারটিবল,আনলিস্টেড,ফুলি পিডিমেবল,ফ্লটিং রেটেড,সাব-অর্ডিনেটেড বন্ড ।বন্ডটি ৭ বছরে পূর্ণ অবসায়ন হবে যা শুধুমাত্র স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানী, কর্পোরেট বডি এবং যোগ্য বিনিয়োগকারীগণের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে ।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ব্যাংক এশিয়া লিমিটেড কোম্পানীর tier-II| মূলধন ভিত্তি শক্তিশালী করবে । এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ (এক) কোটি টাকা। এই বন্ডের ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার এবং ট্রাস্টি হিসাবে যথাক্রমে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক এবং গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড কাজ করছে।

 

আজকের বাজার/মিথিলা