২ কোটি রুপিসহ ভারতীয় ১১ জুয়াড়ি গ্রেপ্তার

সদ্য শেষ হওয়া ভারত-অস্ট্রেলিয়া সিরিজে জুয়া খেলাকে কেন্দ্র করে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ গ্রেপ্তার করেছে ১১ জন জুয়াড়িকে। গণমাধ্যমকে দিল্লি ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত কমিশনার একে সিংলা বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে একে সিংলা জানান, তাদের কাছ থেকে দুই কোটি রুপিও উদ্ধার করা হয়েছে। এছাড়া জুয়াড়িদের কাছ থেকে দুটি টেলিভিশন, ৭টি ল্যাপটপ ও ৭০টি মোবাইল ফোন জব্দ করে ব্রাঞ্চের সদস্যরা। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে জুয়ার আসর বসায় জুয়াড়িরা।

ঘটনাটি ঘটে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে। এই ম্যাচ চলাকালীন লম্বা সময় ধরে দিল্লি ক্রাইম ব্রাঞ্চের নজরে ছিল এসব অপরাধীরা। পুলিশের বরাত দিয়ে জানা যায়, ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে ১১ জুয়াড়িকে।

ম্যাচটিতে অস্ট্রেলিয়াকে সাত উইকেটে হারায় ভারত। এই জয়ের ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা। মূলত রোহিত শর্মা এবং অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে চড়ে সিরিজ জয়ের স্বাদ পায় ভারত।

আজকের বাজার/আরিফ