ময়মনসিংহের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক

ভৈরব উপজেলায় একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে তিন ঘণ্টা পর বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহম্মেদ জানান, বিকাল সাড়ে ৪টার দিকে ওই রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার একেএম কামরুজ্জামান জানান, ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি কুলিয়ারচর স্টেশন থেকে ছেড়ে ভৈরব স্টেশনের অদূরে জগন্নাথপুর এলাকা পার হওয়ার সময় ১টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় ট্রেনটির মাঝখানের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালালে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ