মাহমুদুল্লাহকে পর্যবেক্ষণে রাখা হবে : চন্দ্রমোহন

গতকাল সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাটিং করার সময় কাফ মাসেলে ব্যাথা পান বাংলাদেশের ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাটিং করার সময় সাবলীল ছিলেন না তিনি। তাই পরে আর ফিল্ডিং-এই নামতে পারেননি মাহমুদুল্লাহ। পুরো সময় ড্রেসিংরুমে কাটিয়েছেন তিনি। ম্যাচ শেষে মাহমুদুল্লাহ স্ক্যান করা হয়। আজ জানা গেছে মাহমুুদুল্লাহ ইনজুরির আপডেট। স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর জানা গেলো, নিচু মাত্রার টিয়ার রয়েছে মাসলে।
বাংলাদেশের দলের ফিজিও থিলান চন্দ্রমোহন জানান, ‘মাহমুদুল্লাহ নিচু মাত্রার কাফ মাসলের ইনজুরিতে আক্রান্ত। তার অবস্থার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামী কয়েক দিন তার ইনজুরির অবস্থার উন্নতির ওপর নির্ভর করবে, কবে নাগাদ পুরোপুরি সুস্থ হতে পারবেন তিনি। ভারতের বিপক্ষে তার খেলা নিয়ে এখনো কিছুই বলা যাচ্ছে না।’
বিশ্বকাপের শুরু থেকেই ইনজুরিতে ভুগছেন মাহমুদুল্লাহ। কাঁধের ইনজুরির কারণে বোলিং করতে পারছেন না তিনি। নতুন করে এখন যোগ হলো আরও একটি ইনজুরি। ফলে আগামী ২ জুলাই ভারতের বিপক্ষে বাংলাদেশের অষ্টম ম্যাচে অনিশ্চিত মাহমুদুল্লাহ।