মিরপুরে বিএনপির মিছিলে লাঠিচার্জের অভিযোগ

রাজধানীর মিরপুরে বিএনপির মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করা হয়ছে। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।

শনিবার, ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় মিরপুর ৬ নম্বর কাঁচাবাজারে এ ঘটনা ঘটে বলে জানান রুহুল কবির রিজভী।

তিনি জানান, মিরপুর ৬ নম্বর থেকে বিএনপির নেতা-কর্মী একটি মিছিল বের করেন। মিছিলটি প্রধান সড়কের দিকে অগ্রসর হলে পুলিশ লাঠিচার্জ করে। ফলে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এতে তিনি ও ছাত্রদল-যুবদলের বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, জাতীয়তাবাদী ছাত্রদলের সহ সভাপতি কাওসার আহমেদ, ঢাকা কলেজ ছাত্রদলের সাইফুল ইসলাম তুহিনসহ স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাজার/এমএইচ