মোবাইল ইন্টারনেট সেবা পুনরায় চালু

প্রায় ৩৭ ঘণ্টা স্থগিত থাকার পর মঙ্গলবার সকাল থেকে দেশের টুজি, থ্রিজি ও ফোরজি মোবাইল নেটওয়ার্ক সেবা পুনরায় চালু করা হয়েছে।

মোবাইল ফোন অপারেটর সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার পর থেকে ইন্টারনেট সেবা পুনরায় চালু করতে নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসেন খান বলেন, গত ৩০ ডিসেম্বর (রবিবার) রাত সাড়ে নয়টা থেকে টুজি, থ্রিজি ও ফোরজি মোবাইল ইন্টারনেট সেবা স্থগিত করে বিটিআরসি।

এসময় মানুষ মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারেনি।

তিনি আরও বলেন, বিটিআরসি নির্দশনা অনুযায়ী মোবাইল অপারেটররা মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে ডাটা চালুর কার্যক্রম শুরু করেছে। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ