ময়নাতদন্ত শেষে নুসরাতের লাশ হস্তান্তর

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ফেনীর সোনাগাজীর মাদ্রাসছাত্রী নুসরাত জাহান রাফির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢামেক হাসপাতালের মর্গে ময়নাতদন্ত হয়। পরে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, নুসরাত জাহান রাফির শরীর অতিরিক্ত পুড়ে গেছে। এ কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহ থেকে নানা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে, বেলা সাড়ে ১২টার দিকে নুসরাত জাহান রাফির লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করেছে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ। এর পর লাশটি নিয়ে একটি অ্যাম্বুলেন্স ফেনীর সোনাগাজীর উদ্দেশে রওনা দিয়েছে।

আজ আসরের নামাজের পর জানাজা শেষে নুসরাতের লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

গত ৬ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে আলিম পরীক্ষা দিতে গেলে নুসরাতের (১৮) গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। তিনি ওই মাদ্রাসা থেকেই আলিম পরীক্ষা দিচ্ছিলেন।

আজকের বাজার/এমএইচ