যাবজ্জীবন মানে ৩০ বছর সাজা: আপিল বিভাগ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মঙ্গলবার বলেছে, এখন থেকে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ৩০ বছর।

তবে যদি কোনো আদালত রায়ে ‘আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড’ উল্লেখ করে তাহলে আদালতের ওই রায় অনুযায়ী সাজা কার্যকর হবে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এক রিভিউ পিটিশন নিষ্পত্তি করে এ রায় ঘোষণা করে।