রসুনের দাম বাড়ার ব্যাপারে লক্ষ্য রাখা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

রসুনের দাম বাড়ার ব্যাপারে লক্ষ্য রাখা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এর আগে বাংলাদেশে সফররত কানাডার সাচকাচোয়ান প্রদেশের কৃষিমন্ত্রী এইচ ই মি. ডোভিড মারিটের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ কানাডা বাণিজ্য সম্পর্কিত বিষয়ে মতবিনিময় করেন বাণিজ্যমন্ত্রী।

বাজারে রসুনের দাম বেড়ে গেছে- সাংবাদিকরা এমন প্রসঙ্গ করলে তিনি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এ ব্যাপারে আমরা খুব সিরিয়াস, আমরা লক্ষ্য রাখছি। এ ধরনের সুযোগগুলো অসাধু ব্যবসায়ীরা নিয়েছিল। অসাধু ব্যবসায়ীদের বিষয়ে শক্ত অবস্থানে যেতে চাই।

কঠোর ব্যবস্থা নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, চীন থেকে পণ্য না এলে সেটি নিয়ে আমরা বসতে চাই। রসুন, আদা, কাপড় নিয়ে ব্যবসায়ীদের কাছ থেকেই জানতে চাওয়া হবে।

কারোনাভাইরাসের কারণে চীনের পণ্য আমদানিতে সমস্যার কারণে বাংলাদেশের বাজারে যাতে প্রভাব না পড়ে সেজন্য বিকল্প বাজারে সরকার নজর রাখছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

আজকের বাজার/এমএইচ