রাইট শেয়ার ইস্যুতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্টার্ন মেরিন

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড রাইট শেয়ার অফার সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, গত বছর ২৫ জুলাই ২০১৮ তে প্রকাশিত সংবাদ অনুযায়ী ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ৫ টাকা প্রিমিয়াম যোগ করে ৯ কোটি ৯৭ লাখ ৬৮ হাজার ৩০১টি রাইট শেয়ার ইস্যু করা হয়।

এখন এই রাইট শেয়ার অফারে সংশোধন আনা হয়েছে। ১০ টাকা অভিহিত মুল্যেই রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালকবৃন্দ। যার সর্বমোট মূল্য ৯৯ কোটি ৭৬ লাখ ৮৩ হাজার ১০ টাকা।

শেয়ারহোল্ডার ও বিএসইসি’র অনুমোদনের জন্য আগামী ২৮ মার্চ ৮ম তম বিশেষ সাধারণ সভা বা ইজিএম করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ মার্চ।

 

আজকের বজিার/ মিথিলা