রাজধানীতে কেমিক্যাল গোডাউনে আগুন

রাজধানীর পুরান ঢাকায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দুইজন দগ্ধ হয়েছেন। একজনের নাম রবি (২৮)। তবে অপরজনের নাম জানা যায়নি। তারা শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক অ্যান্ড বার্ণ ইন্সটিটিউটে চিকিৎসাধীন আছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে রায়সাহেব বাজারে লালচাঁন মুকিম লেনের তিন তলা বাড়ির কেমিক্যাল গোডাউনে আগুন ধরে যায়।

তিন তলা বাড়ির নীচ তলায় নিকেল তৈরির কেমিক্যাল গোডাউন। দোতালায় রাবার তৈরির কেমিক্যাল ও নাট-বল্টুর গোডাউন। সকাল ৭ টায় নিচ তলায় নিকেলের গোডাউনে আগুন ধরে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮ টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুইজন দগ্ধ হন। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হযেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।