রাস্তাঘাটে মানুষের সমাগম বাড়ায় করোনা সংক্রমণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

হাট-বাজার ও রাস্তাঘাটে মানুষের সমাগম বাড়ায় করোনা সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জনসমাগম নিয়ন্ত্রণ না করলে ভয়াবহ পরিস্থিতির শঙ্কা তার।

রবিবার রাজধানীর কুড়িলে করোনা রোগীদের চিকিৎসায় ২ হাজার শয্যার বসুন্ধরা হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এই শঙ্কা জানান।

স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য ঢাকার ১৪টি হাসপাতালে ৩ হাজার শয্যা আছে। বসুন্ধরার হাসপাতাল এবং সিটি করপোরেশনের অস্থায়ী আইসোলেশন হাসপাতাল মিলিয়ে সাড়ে সাত হাজার আইসোলেশন শয্যা প্রস্তুত করা হয়েছে।

এখন পর্যন্ত ৪০টি ল্যাব প্রস্তুত, আরও ১৫টি ল্যাব তৈরির কাজ চলছে। এগুলো হলে নমুনা পরীক্ষার সংখ্যা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।