লক্ষণের সেরা একাদশে সাকিব

ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষণ বিশ্বের বিভিন্ন দেশের বাঘা বাঘা সব ক্রিকেটারদের নিয়ে সাজিয়েছেন স্বপ্নের একাদশ। তার এই দলে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিব ছাড়া ভারতের জাতীয় দলের দুই ক্রিকেটার বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন, অস্ট্রেলিয়ার ৪ ক্রিকেটার ডেভিট ওয়ার্নার, অজি অধিনায়ক স্মিথ, মিশেল স্টার্ক, জোস হ্যাজলউড, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও সাবেক অধিনায়ক ডি ভিলিয়ার্স, নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামস্ ও ইংলিশ জাতীয় দলের অধিনায়ক জো-রুট লক্ষণের এই সেরা একাদশে আছেন।
১৯৯৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত জাতীয় দলে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ভিভিএস লক্ষণের। জাতীয় দলের হয়ে ১৩৪ ম্যাচে ২২৫ ইনিংসে মোট ৮ হাজার ৭৮১ রান সংগ্রহ করেন তিনি। এই ক্রিকেটার ২০০১ সালে ১১ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ২৮১ সংগ্রহ করেন। ১৭টি শতক এবং ৫৬টি অর্ধশতকের মালিক লক্ষণ ৬ বার ম্যাচ সেরা এবং ১ বার সিরিজ সেরা নির্বাচিত হয়েছিলেন।
আজকের বাজার: সালি / ৩০ নভেম্বর ২০১৭