লেনদেন ও সূচকে পতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের উত্থানে লেনদেন শুরু হয়েছিল দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। তবে সেই ধারাবাহিকতা অব্যাহত থাকেনি নিম্নমূখী সূচকে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগেরই দর হারিয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনশেষে ডিএসই’র প্রধান ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৪৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২১০ পয়েন্টে এবং ডিএস৩০ ইনডেক্স ১০ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ৮৩৬ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৩ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬ টির, কমেছে ২১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫ টির দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসই অল শেয়ার প্রাইস ইনডেক্স ১১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৫৫ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়া ২২০ টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫৪ টির, কমেছে ১৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।আর মোট লেনদেন ছাড়িয়েছে ১৫ কোটি ৮৪ লাখ টাকা।

 

আজকের বাজার/মিথিলা