লেনদেন বেড়েছে ডিএসইতে

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ও বাজেট ঘোষণার দিন সূচকের উর্ধমূখী প্রবনতায় লেনদেন শেষ হয়েছে দেশের উভয় পুঁজিবাজারে। দিনশেষে মোট লেনদেন ছাড়িয়েছে ৫৭২ কোটি ৫০ লাখ টাকার কিছু বেশি।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৭২৫ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৩৯টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১৫৯ টির, বেড়েছে ১৩৮টির, আর অপরিবর্তিত রয়েছে ৫২টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এক ঘন্টায় লেনদেন ছাড়িয়েছে ৯ কোটি ৬৮ লাখ ১৬৩ হাজার টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৭৬৪ পয়েন্টে। লেনদেন হওয়া ২৭৫ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ৯৭ টির,দর বাড়ে ১৩৪ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৪৪ টির দর।

আজকের বাজার/মিথিলা