শাহজালাল বিমানবন্দরে দুই রোহিঙ্গা নারী আটক

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে ওঠার আগমুহূর্তে দুই রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।

শনিবার ভোরে তাদের আটক করা হয়। আটককৃতদের নাম জানা যায়নি। তাদের একজনের বয়স ৬৩ এবং অপরজনের বয়স ৫৮ বছর।

ওই দুই নারী জালিয়াতি করে পাসপোর্ট বানিয়ে কুয়েত এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরব যাওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছে পুলিশ। জালিয়াতি করে পাওয়া তাদের বাংলাদেশি পাসপোর্টে সৌদি আরবে ওমরাহ হজের ভিসা ছিল।

ঢাকা মহানগর এসবির বিমানবন্দর জোনের এসআই জাহিদ হাসান জানান, বিমানে উঠার আগে তাদের আচরণে সন্দেহ হওয়ায় প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তারা অসংলগ্ন কথা বলা শুরু করলে আটক করা হয়। আরো জিজ্ঞাসাবাদে তাদের রোহিঙ্গা পরিচয় নিশ্চিত হওয়া যায়।

এই দুই নারীর সঙ্গে দালাল ছিল, জানিয়ে তিনি বলেন, সে কৌশলে পালিয়ে গেছে। গত মাসের মাঝামাঝিতে ঢাকা থেকে দুই নারীর পাসপোর্ট করা হয়। তাতে একজনের বাড়ি চট্টগ্রাম এবং অন্যজনের বাড়ি নারায়ণগঞ্জ দেখানো হয়েছে।

আজকের বাজার/এমএইচ