শিমুলিয়া ঘাটে এবার চলছে ঘরমুখো মানুষের ভিড়

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে এবার চলছে দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখো মানুষের ভিড়।

লৌহজং উপজেলার এ ঘাট দিয়ে গত কয়েক সপ্তাহ ধরে ঢাকামুখী মানুষের ঢল ছিল। কিন্তু শুক্রবার থেকে দেখা যাচ্ছে বিপরীত চিত্র।

শনিবার ভোর রাত থেকেও পুনরায় ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই রাজধানী ঢাকা বা আশপাশের এলাকা থেকে সেহেরি খেয়েই রওনা দেন বাড়ির উদ্দেশে। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে গাদাগাদি করেই নদী পার হন হাজার হাজার মানুষ। তবে বেলা বাড়ার সাথে সাথে এ ভিড়ও কমে আসে।

সকালে সরেজমিনে দেখা যায়, দক্ষিণবঙ্গমুখী বহু মানুষ ফেরির অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন। ফেরি ঘাটে আসা মাত্রই লোকজন ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন। এরপর গাদাগাদি করেই পার হচ্ছেন পদ্মা নদী। লোকজনের চাপে ফেরিতে উঠতে বেগ পেতে হচ্ছিল গাড়িগুলোকে।

মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জেএম সিরাজুল কবির বলেন, ‘ভোর বেলায় মানুষের প্রচণ্ড ভিড় ছিল। বাস না থাকলেও ট্রাকসহ বিভিন্ন ধরনের ছোট ছোট যানে ভেঙে ভেঙে তারা ঢাকা থেকে ঘাটে আসছেন।’

তবে শিমুলিয়া মোড়ে হাইওয়ে পুলিশ ব্যারিকেড দেয়ার পর মানুষের ভিড় কমে আসে বলে উল্লেখ করেন তিনি।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম বলেন, ‘মানুষের চাপের কারণে ১৩টি ফেরি চলাচল করছে। তবে ভোর বেলা চাপ বেশি ছিল। পরে আস্তে আস্তে কমে আসে।’