শুক্রবার থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক নারী চলচ্চিত্র নির্মাতা সম্মেলন

শুক্রবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক নারী চলচ্চিত্র নির্মাতা সম্মেলন’।

প্রতিবারের মতো এবারও রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ সাংস্কৃতি কেন্দ্রের মিলনায়তনে আগামী শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী অনুষ্ঠিত হবে এই সম্মেলন।

এটি রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত ও ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের’ সবচেয়ে উল্লেখযোগ্য ইভেন্ট।

আয়োজকরা জানান, দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক নারী চলচ্চিত্র নির্মাতা সম্মেলনে’ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নারী চলচ্চিত্র নির্মাতা ও ব্যক্তিত্বরা অংশ নেবেন।

বর্তমান বিশ্বে নারী নির্মাতা-কলাকুশলীদের অবস্থা ও কর্মতৎপরতা নিয়ে প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি তাদের কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতাসমূহ এবং উত্তোরণের উপায় নিয়ে মতবিনিময় করবেন বিশ্বের খ্যাতিমান নারী নির্মাতা ও সংশ্লিষ্টরা।

সারাবিশ্বেই সর্বক্ষেত্রে ইতিবাচক ও নেতিবাচক উভয়ভাবেই নারীর অবস্থার অসংখ্য পরিবর্তন ঘটছে। বৈশ্বিক উন্নয়নে নারীর অন্তর্নিহিত গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে এই সম্মেলনে আলোকপাত করা হবে। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ