সংসদ এলাকা থেকে জিয়ার কবর সরানোর নির্দেশ

জাতীয় সংসদের মূল নকশার বাইরে থাকা জিয়াউর রহমানের কবর সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে ফেলতে শনিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, ‘জাতীয় সংসদ ভবন চত্বরে জিয়াউর রহমানের কবরসহ কিছু স্থাপনা মূল নকশার বাইরে নির্মাণ করা হয়েছে। এখানে আরও কিছু কবর রয়েছে। আমি এগুলো সরিয়ে ফেলতে অনুরোধ করছি।’

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এ কথা বলেন। খবর ইউএনবি।

৯ম ও ১০ম জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রী ও এমপিরা জাতীয় সংসদ চত্বর থেকে জিয়াউর রহমানের কবরসহ লুই আই কানের নকশা বহির্ভূত যেসব স্থাপনা রয়েছে তা সরানোর দাবি তোলেন।

২০১৬ সালে বাংলাদেশ মূল নকশা সংগ্রহ করে, তবে এসব স্থাপনা সরানোর কোনো উদ্যোগ দেখা যায়নি।

মন্ত্রী মোজাম্মেল বলেন, শোষিত মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বঙ্গবন্ধু বাকশাল গঠন করেছিলেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে জিয়া ও তার তাঁবেদাররা সবাই মিলে বাকশালকে গালিতে পরিণত করেছিল।

মন্ত্রী বলেন, ‘বস্তুত বাকশালের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে বন্ধ করা হয়নি। রাজনৈতিক দলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে জাতীয় দল গঠন করা হয়েছিল। আওয়ামী লীগকেও তখন স্থগিত করা হয়ছিল।’

আজকের বাজার/এমএইচ