সর্বোচ্চ দর হারালো ডেলটা স্পিনার্স

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে শতাংশের দিক দিয়ে দর পতনের শীর্ষে উঠে এসেছে ডেলটা স্পিনার্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের দিনের চেয়ে ৫০ পয়সা বা ৬ দশমিক ৯৪ শতাংশ দর হারিয়ে টপ লুজারের শীর্ষে উঠে আসে প্রতিষ্ঠানটি। দিনশেষে প্রতিটি শেয়ারের লেনদেন হয় ৬ টাকা ৭০ পয়সায়। আজ প্রতিষ্ঠানটির মোট লেনদেন ছাড়ায় ৩৬ লাখ টাকা আর লেনদেন হয় ৫ লাখ ৩২ হাজার ২৭৮টি শেয়ার ।

এছাড়াও লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাকসন স্পিনিং মিলস । ৫০ পয়সা বা ৫ দশমিক ৬৮ শতাংশ দর হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে প্রতিষ্ঠানটি। সর্বশেষ প্রতিটি শেয়ারের লেনদেন হয় ৮ টাকা ৩০ পয়সায়। মোট লেনদেন হয় ৩৮ লাখ ৩৯ হাজার ২৮৭ টি শেয়ার, যার বাজার মূল্য ২ লাখ ৫৮ হাজার টাকা।

টপ লুজারের তৃতীয় স্থানে উঠে আসা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের দর কমেছে ৯০ পয়সা বা ৫ দশমিক ৫৬ শতাংশ । দিনশেষে প্রতিটি শেয়ারের লেনদেন হয় ১৫ টাকা ৩০ পয়সায়। মোট লেনদেন হয় ১৮ লাখ ৪৬ হাজার ৩৬৬টি শেয়ার, যার বাজার মূল্য ৬২ কোটি ৮৪ লাখ টাকা।

এছাড়া, টপ টেন লুজারে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো – জাহিন স্পিনিং, ফ্যামিলিটেক্স (বিডি), সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং, ড্রাগন সুয়েটার এন্ড স্পিনিং ও জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড।

 

 

আজকের বাজার/মিথিলা