সাধারণ বীমা কর্পোরেশনের ৪০ কোটি টাকার লভ্যাংশ হস্তান্তর

২০১৬ সালের ৪০ কোটি টাকার লভ্যাংশ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে হস্তান্তর করেছে সাধারণ বীমা কর্পোরেশন। এ সময় অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিমা খাতের উন্নয়ন চায়। তবে অতীতে বিমা খাতে রেগুলেশনের অভাব ছিল। এখন রেগুলেশনের অধীনে আসছে। এটা ভালো দিক। তবে এখনও বীমা খাত পরিপক্ক নয়। অনেক অভিযোগ আছে-বিমা পায় না, ক্লেইম ঠিক মত দেওয়া হয় না ইত্যাদি। তারপরও বিমা খাতের ভবিষ্যত ভালো বলে মনে করেন তিনি।

মঙ্গললবার ২৬ ডিসেম্বর সচিবালয়ে সাধারণ বিমা কর্পোরেশনের লভ্যাংশ চেক গ্রহণের সময় মন্ত্রী এমন মনোভাব প্রকাশ করেন। অর্থমন্ত্রীর হাতে লভ্যাংশ চেক তুলে দেন সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান।

অর্থমন্ত্রী আরো বলেন, সাধারণ বিমা খাত নিজস্বগতিতেই এগিয়ে যাচ্ছে। ব্যবসা বাড়ছে, সাধারণ বিমাও বাড়ছে। তিনি বলেন, জীবন বিমার বিষয়টি আলাদা। অন্যভাবে বাড়াতে হয়। জীবন বিমার কোম্পানি রয়েছে ৪৬টি। আমাদের দেশে অবশ্য কোম্পানির সংখ্যা বেশি। ব্যাংকের সংখ্যা বেশি, জীবন বিমার সংখ্যাও বেশি। তবে ভয়ের কোনো কারণ নেই। সরকারের মনিটরিং আছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, স্বাধীনতা লাভের পর ১৯৭৩ সালে সাধারণ বীমা কর্পোরেশন রাষ্ট্রায়াত্ব নন লাইফ বিমা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পায়। ২০১৬ সালে প্রতিষ্ঠানটি ২৮ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকা মুনাফা করেছে। এর মধ্যে ৮ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকার আয়কর প্রদান করা হয়েছে। ওই বছরে ২০০ কোটিরও বেশি বিমা ও পুনঃবিমা দাবির পরিশোধ করেছে সাধারণ বীমা কর্পোরেশন।

আজকের বাজার : এসএস/এলকে ২৬ ডিসেম্বর ২০১৭