সারা দেশের সাথে সিলেটের ট্রেন চলাচল ৩ ঘণ্টা বিঘ্নিত

তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ তিন ঘণ্টা বিঘ্নিত হয়েছে।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের বগি উদ্ধার করা করা হয়।

এর আগে সকাল পৌনে ৯টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেলস্টেশন থেকে ৪ কিলোমিটার দূরে মোমিন ছড়া চা বাগান এলাকায় তেলবাহী এক ট্রেনের আটটি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।

সিলেট রেলস্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমান বলেন, ৯৫২ নম্বর মালবাহী ট্রেনটি সকালে সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর মাইজগাঁও রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে উদ্ধারকারী দলের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করা হয়। ওয়াগনে তেল না থাকায় উদ্ধার কাজ দ্রুত হয়েছে বলে জানান তিনি।