সুদের টাকা দিতে ব্যর্থ হওয়ায় গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পৌর এলাকার এনায়েতপুর আদর্শগ্রামে ঋণের টাকার সুদ দিতে না পারায় এক গৃহবধূকে গাছের সাথে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

নির্যাতিত গৃহবধূ সোমা রানী দাস এনায়েতপুর আদর্শগ্রামের সঞ্জীব দাসের স্ত্রী।

এ ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর মামলা দায়ের ও সুদের ব্যবসায়ী দিপ্তী বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, আদর্শগ্রামের আব্দুল কাদেরের মেয়ে সুদ ব্যবসায়ী দিপ্তী বেগমের কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ নেয় সোমা রানী দাস। আর্থিক অস্বচ্ছলতার কারণে সময়মতো সুদের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় সোমা। সুদের টাকা না পাওয়ায় বুধবার দুপুরে সোমা রানীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছের সাথে বেঁধে নির্যাতন করে প্রভাবশালী দিপ্তী বেগম ও তার লোকজন। স্থানীয় কয়েকজন যুবক নির্যাতনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন।

ওসি জানান, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বিকালে সোমা রানী দাস বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা দায়েরের পর প্রধান আসামি দিপ্তী বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।