সুবর্ণ এক্সপ্রেসের বগিতে আগুন: অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা

অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢাকা হতে চট্টগ্রামগামী বিরতিহীন আন্তঃনগর ট্রেন ‘সুবর্ণ এক্সপ্রেস’। রবিবার সকালে কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে এ ঘটনার পর ক্ষতিগ্রস্থ বগি রেখে এক ঘণ্টা বিলম্বে লাকসাম জংশন ছেড়ে যায় ট্রেনটি। স্থানীয় ও রেলওয়ে সূত্র জানায়, রবিবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি লাকসাম রেলওয়ে জংশন অতিক্রমের সময় হঠাৎ ট্রেনের একটি বগির নীচে আগুন দেখা যায়। পরে রেলকর্মী ও যাত্রীদের চিৎকারে চালক ট্রেনটি থামিয়ে দিলে যাত্রীরা হুরোহুরি করে নামতে থাকে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

জানা যায়, আগুনে ক্ষতিগ্রস্থ বগিটিতে (৬৫০৮) প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। পরে ওই বগির যাত্রীদের অন্য বগিতে স্থানান্তর করা হয় এবং ক্ষতিগ্রস্থ বগিটি রেখে ট্রেনটি এক ঘণ্টা বিলম্বে চট্টগ্রামের উদ্দেশ্য যাত্রা করে। সুবর্ণ এক্সপ্রেসের যাত্রী মো. আবদুল কাদের জানান, ‘মনে হচ্ছে অল্পের জন্য জীবনটা ফিরে পেলাম। পুরো বগিতে আগুন ছড়িয়ে পড়লে পুড়েই মরতে হতো।’ লাকসাম রেলওয়ে জংশন যান্ত্রিক বিভাগের ট্রেন এ্যাকজামিনার আক্তার হোসেন জানান, ‘ট্রেনের চাকা ও স্প্রিংয়ের ঘর্ষণে একসেল গরম হয়ে আগুন লেগে যায়। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান