সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের প্রত্যেক প্রতিষ্ঠানের সহযোগিতা চায় সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন করা শুধু নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে সম্ভব নয়, এজন্য সরকারের প্রত্যেক প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন।

বৃহস্পতিবার, ২২ নভেম্বর রাজধানীর নির্বাচন ভবন মিলনায়তনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘ইসির কাছ থেকে একটি সুষ্ঠু নির্বাচনের আশা করছে দেশবাসী। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য এখন থেকেই প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে ইসি। কিন্তু ইসির একার পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। এজন্য প্রতিটি সরকারি সংস্থার সাহায্যের প্রয়োজন।’

আইন প্রয়োগকারী সংস্থার উদ্দেশে নুরুল হুদা বলেন ‘জনসাধারণ, পোলিং এজেন্ট, ভোটকেন্দ্রসহ সকল ধরনের নিরাপত্তা আপনাদের ওপর নির্ভর করছে। আপনাদের অনেক দায়িত্ব রয়েছে।’

নির্বাচনের সময় পুলিশ নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

ইসি আইন প্রয়োগকারী সংস্থার স্বাধীনতায় বিশ্বাসি উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের ওপর আমাদের বিশ্বাস আছে। তবে তার মানে এই নয় যে, আপনাদের ওপর আমাদের নজরদারি থাকবে না। তবে নজরদারির বিষয়ে আপনারা ভয় পাবেন না।’

‘কোন নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেয়া হবে না। আইন প্রয়োগকারী সংস্থার কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আসলে ইসি প্রথমে সে ব্যাপারে তদন্ত করবে,’ যোগ করেন তিনি।

আজকের বাজার/এমএইচ