সড়ক পরিবহন আইন সংস্কারের ব্যাপারে মন্ত্রণালয় কিছু জানেনা: কাদের

সড়ক পরিবহন আইন-২০১৮ সংস্কারের উদ্যোগকে গুজব বলে উড়িয়ে দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এমন কোনো উদ্যোগ নেয়া হয়নি।

তিনি বলেন, ‘আইনটি সংশোধনের ব্যাপারে মন্ত্রণালয়ের কিছু জানা নেই। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) এ ব্যাপারে উদ্বেগ জানিয়েছে বলে শুনেছি।’

রোববার রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে বিমানবন্দর সড়কে আন্ডাপাস নির্মাণের অগ্রগতি পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

বিএনপি নেতাদের দুর্নীতি প্রসঙ্গে আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতায় থাকাকালে বিএনপির নেতারা কে কতটা অবৈধ সম্পদ অর্জন করেছে তার শেতপত্রও প্রকাশ করা হবে।

যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের গ্রেপ্তার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রাসঙ্গিক হবে। এ ব্যাপারে কথা বলার তিনিই একমাত্র ব্যক্তি।’

সড়ক দুর্ঘটনায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু প্রসঙ্গে কাদের বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে সেনাবাহিনী এ প্রকল্প বাস্তবায়ন করছে। চলতি বছরের ডিসেম্বরে কাজ শেষ হবে।

প্রসঙ্গত, গত বছরের ২৭ জুলাই সড়ক দুর্ঘটনায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে ওঠে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্ঘটনাস্থল কলেজের সামনে একটি আন্ডারপাস নির্মাণের নির্দেশ দেন।

আজকের বাজার/এমএইচ