হেরোইন কিনতে গিয়ে কারাগারে

সদর উপজেলার কুমারপুর এলাকায় হেরোইন কিনতে আসা এক যুবককে আটক করে কারাগারে পাঠিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আটক মো. শামীম (৩৫) শহরের আর্টগ্যালারি নিবাসী আবু তাহেরের ছেলে।

এ ঘটনা আরও দুজনকে আটক করা হয়। তারা হলেন- কুমারপুর এলাকার আনিসুর রহমান (৫২) ও তার ছেলে মো. রানা (৩২)।

সংশ্লিষ্টরা জানান, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দুপুরে কুমারপুর এলাকায় আনিসুর রহমানের বাসায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ-আল-মামুন আনসার, পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকসহ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় আনিসুর রহমানের স্ত্রী মোছা. লাভলী আক্তার (৪০) পালিয়ে যায়। তবে টাস্ক ফোর্স ২.২ গ্রাম হেরোইনসহ আনিসুর রহমান ও তার ছেলে মো. রানাকে আটক করে। এ সময় সেখানে সেবনের উদ্দেশে হেরোইন কিনতে আসা শামীমকে আটক করা হয়। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ইউএনও।

এছাড়া মাদক ব্যবসায় জড়িত থাকার জন্য আনিসুর রহমান, তার ছেলে মো. রানা ও পলাতক লাভলী আক্তারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শককে নির্দেশ দেন ইউএনও।