১৮ প্রতিষ্ঠানের এজিএম আজ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৮ প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা বা এজিএম রয়েছে আজ (৬ ডিসেম্বর) বৃহস্পতিবার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হল: অলিম্পিক এক্সেসরিজ, অ্যাডভেন্ট ফার্মা, একমি ল্যাবরেটরিজ, বাংলাদেশ ল্যাম্পস, এমআই সিমেন্ট ফ্যাক্টরী, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, মুন্নু জুট, মুন্নু সিরামিক, আইটি কনসালটেন্টস, ইন্দো-বাংলা ফার্মা, সিমটেক্স ইন্ডাট্রিজ, ভিএফএস থ্রেড ডাইং, প্যাসিফিক ডেনিমস, সুহৃদ ইন্ডাট্রিজ, আজিজ পাইপস, শ্যামপুর সুগার, ইয়াকিন পলিমার এবং ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।

অলিম্পিক এক্সেসরিজের এজিএম সকাল ১০টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড সুপারিশ করে। যা এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।

অ্যাডভেন্ট ফার্মার এজিএম সকাল সাড়ে ১০টায় রাজধানীর মোহাম্মদপুরের রিংরোডের সূচনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে ২ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। যা এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।

একমি ল্যাবরেটরিজের এজিএম সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিরপুর-১৪ এর পিএসসি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। যা এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।

বাংলাদেশ ল্যাম্পের এজিএম সকাল ১১টায় গুলশান-১ এ অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে
২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। যা এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।

এমআই সিমেন্ট ফ্যাক্টরির এজিএম সকাল ১১টায় মুন্সিগঞ্জের ওয়েস্ট মুক্তারপুরে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। যা এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে ২২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। যা এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।

মুন্নু জুট ম্যানুফ্যাকচারিংয়ের এজিএম সকাল সাড়ে ১০টায় ইসলামপুর, ধামরাই, ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে ৩৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। যা এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।

মুন্নু সিরামিকের এজিএম সকাল সাড়ে ১১টায়, ইসলামপুর, ধামরাই, ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে ৩০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। যা এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।

আইটি কনসালটেন্টসের এজিএম সকাল সাড়ে ১০টায় রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন হল-২ তে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। যা এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।

ইন্দো-বাংলা ফার্মার এজিএম সকাল ১০টায়, বরিশাল ক্লাব, বরিশালে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। যা এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের এজিএম সকাল সাড়ে ১০টায় রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন হল-৩ তে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে ৫ শতাংশ ক্যাশ এবং ১৫ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে। যা এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।

ভিএফএস থ্রেড ডাইংয়ের এজিএম সকাল ১০টায়, সিএসডি ভবন, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে ৬ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টকসহ মোট ১৬ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে। যা এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।

প্যাসিফিক ডেনিমসের এজিএম সকাল ১০টায় রাজধানীর গুলশান-১ এর শ্যূটিং স্পোর্টস ফেডারেশনে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে ১৪ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। যা এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।

সুহৃদ ইন্ডাট্রিজের এজিএম সকাল ১১টায়, মেঘের ছায়া কনভেনশন সেন্টার, কোনাবাড়ি, গাজীপুর অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। যা এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।

আজিজ পাইপসের এজিএম সকাল ১০টায় রাজধানীর কাকরাইলের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। যা এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।

শ্যামপুর সুগারের এজিএম সকাল ১০টায় রংপুরের শ্যামপুর সুগার মিলস ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে কোম্পানিটি নো ডিভিডেন্ড ঘোষণা করে। যা এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।

ইয়াকিন পলিমারের এজিএম সকাল ১০টায় সাতক্ষীরার রেজিস্ট্রার অফিসে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে কোম্পানিটি ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। যা এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।

ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের এজিএম সকাল সাড়ে ১০টায় গাজীপুরের চন্দ্রায় অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। যা এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।

 

 

 

আজকের বাজার /মিথিলা