২০১৮ সালে দেশে নতুন মোবাইল গ্রাহক হয়েছে ১ কোটি ২০ লাখ

২০১৮ সাল শেষে দেশে মোবাইল ফোন গ্রাহকের মোট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৫ কোটি ৭০ লাখে। গত বছর নতুন গ্রাহক যোগ হয়েছে প্রায় ১ কোটি ২০ লাখ।

সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পরিসংখ্যানে এ তথ্য দেখা গেছে।

বিটিআরসির তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ডিসেম্বরে দেশে গ্রাহকের সংখ্যা ১৫ কোটি ৬৯ লাখ ৮৯ হাজারে পৌঁছেছে।

বাংলাদেশে বর্তমানে চারটি মোবাইল অপারেটর কোম্পানি সেবা দিচ্ছে। যার মধ্যে তিনটি বিদেশি বিনিয়োগ থাকা প্রতিষ্ঠান।

বিটিআরসির তথ্যে দেখা যায়, গত বছর শেষে মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক ও টেলিটকের গ্রাহক দাঁড়িয়েছে যথাক্রমে ৭ কোটি ২৭ লাখ ৩২ হাজার, ৪ কোটি ৬৮ লাখ ৮৬ হাজার, ৩ কোটি ৩৫ লাখ ১৮ হাজার ও ৩৮ লাখ ৫৪ হাজারে।

পরিসংখ্যানে আরও দেখা যায়, ২০১৭ সালের ডিসেম্বরের শেষে দেশে মোবাইল ফোন গ্রাহক ছিল ১৪ কোটি ৫১ লাখ ১৪ হাজার।

আজকের বাজার/এমইচ