‘২ জুলাইয়ের মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ সরিয়ে ফেলতে হবে’

আগামী ২ জুলাইয়ের মধ্যে দেশের সব ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ সকল প্রকার ওষুধ সরিয়ে ফেলার নির্দেশনা দিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহাবুবুর রহমান।

শনিবার সকালে নাটোর শহরের একটি কনফারেন্স সেন্টারে স্থানীয় ওষুধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।

তিনি বলেন, ‘২ জুলাইয়ের পর কোথাও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

দেশে লাইসেন্সবিহীন কোনো ওষুধের দোকান থাকতে দেয়া হবেও না বলে জানান মেজর জেনারেল মাহাবুব।

নাটোর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক রুহুল আমিনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

আজকের বাজার/এমএইচ