২ সপ্তাহ পর হাসপাতাল ছাড়লেন রিজভী

হৃদরোগজণিত সমস্যা নিয়ে প্রায় দুই সপ্তাহ রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. লুৎফর রহমান বলেন, রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আজ বিকালে ছেড়ে দেয়া হয়েছে।

‘তিনি (রিজভী) এখন বাড়িতে থেকেই চিকিৎসা নিতে পারবেন। দেড় মাস পর তার করোনারি এনজিওগ্রাম করাতে হবে,’ বলেন তিনি।

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে রিজভী তার মোহাম্মদপুর বাড়িতে পৌঁছেছেন বলে তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানিয়েছে।

গত ১৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হলে রিজভীকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে যোগদানের পরে গাড়িতে উঠার সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে চিকিৎসকরা পরীক্ষা করে তার হর্টে একটি ব্লক পান।