আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে। বিএসইসির ৬৬৫তম কমিশন সভায় ফান্ডটির কিছু সংশোধনীসহ (কনভারসন গাইডলাইন অনুসরণ করার কারণে) এ অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক এম. হাছান মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডটি মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তরিত হয়েছে। ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ১১৫ কোটি টাকা।

এ ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসাবে কাজ করবে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।