এবারের নির্বাচন হবে বিতর্কমুক্ত: সিইসি

সব দলের অংশ গ্রহনে আগমি সংসদ নির্বাচন বিতর্ক মুক্ত হবে বলে আশ্বাস দিয়েছেন  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

শুক্রবার রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কামরুল হুদা বলেন, ‘আগামী নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।এ লক্ষ্যে কমিশন কাজ করে যাচ্ছে। যেহেতু এখন পর্যন্ত কোনো দলই বলেনি নির্বাচনে অংশ নেবে না। সেক্ষেত্রে আমি আশা রাখছি, সকল দল নির্বাচনে অংশ নেবে।’

তিনি বলেন, ‘নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে ক্ষেত্রেও প্রস্তুতি নিচ্ছে কমিশন। এই নির্বাচনে যেন কোনো বিতর্ক না হয়, সে ব্যাপারে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। কেউ চাইলেও আগামী নির্বাচনকে বিতর্কিত করতে পারবে না ।’

‘সব দলের অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন দেশবাসীকে উপহার দেওয়াটাই কমিশনের লক্ষ্য।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার সাদাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ মো. শহীদুল্লাহ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা আতিয়ার রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার সমর কুমার পাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।

এমআর/