এরশাদ বয়স্ক মানুষ, কখন কী বলেন সেই কথা ধরতে নেই: হানিফ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এরশাদ একজন বয়স্ক মানুষ উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, কখন কী বলেন সেই কথা ধরতে নেই।

আজ সোমবার সকালে কুষ্টিয়া স্টেডিয়ামে ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের উদ্বোধনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।

হানিফ বলেন, কয়েকদিন আগেও এরশাদ সাহেব আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে ৭০টি আসনে ভোট করতে চেয়েছিলেন। আবার তিনি বলছেন আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্য। যদি তাই হয় তবে উনি জোট করতে চাইলেন কেন? আসলে এরশাদ সাহেবের অনেক বয়স হয়েছে। তাই কখন কি বলে সেটা আমলে নেওয়ার কোনো মানে নেই।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‌আমরা বারবারই বলছি, আইনি প্রক্রিয়া ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। কারণ দণ্ডিত কোনো ব্যক্তিকে আন্দোলন করে মুক্ত করা যায় না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, যারা আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করার কথা বলছেন তারা আসলে তার মুক্তি চান না। এজন্য তারা নাটক করছেন।

এস/