কারণ ছাড়াই দর বাড়ছে ৩ কোম্পানির

কোনো কারণ ছাড়াই শেয়ার দর অস্বাভাবিকভাবে বেড়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৩টি হলো : মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, শ্যঅমপুর সুগার এবং জিলবাংলা সুগার।

জানা গেছে, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ০৬ নভেম্বর ছিল ১৩.৭০ টাকায়, যা ১১ নভেম্বর পর্যন্ত ৩ দিনে ৩.২০ টাকা বা ২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৯০ টাকায় এবং জিলবাংলা সুগারের শেয়ার দর ০৬ নভেম্বর ছিল ৩২.১০ টাকায়, যা ১২ নভেম্বর পর্যন্ত ৪ দিনে ১০.৫০ টাকা বা ৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪২.৬০ টাকায়। একইভাবে শ্যামপুর সুগারের দরও ধারাবাহিকভাবে বাড়ছে।

কোম্পানি ৩টির শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলছে ডিএসই। এর কারণ জানাতে কোম্পানি ৩টিকে পৃথক নোটিশ পাঠায় ডিএসই। কিন্তু ডিএসইর নোটিশের জবাবে ১২ নভেম্বর কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, শেয়ার দর এভাবে বাড়ার পেছনে তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নাই।