গেইনারের শীর্ষে ফাইন ফুডস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ৪৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ফাইন ফুডসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৪১.৬০ টাকায়। রবিবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়িয়েছে ৪৫.৭০ টাকায়। অর্থাৎ ফাইন ফুডসের শেয়ার দর ৪.১০ টাকা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে জিকিউ বলপেনের ৮.৩১ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৭.৫০ শতাংশ, লিবরা ইনফিউশনের ৭.৫০ শতাংশ, স্টাইলক্রাফটের ৭.৫০ শতাংশ, এমবি ফার্মার ৭.৪৯ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৭.১২ শতাংশ, সোনালী আশ ইন্ডাষ্ট্রিজের ৬.৪৭ শতাংশ, ইনটেক লিমিটেডের ৬.৪০ শতাংশ এবং প্রাইম টেক্সটাইলের শেয়ার দর ৬.৩৭ শতাংশ বেড়েছে।