জাপানে দাবদাহে নিহতের সংখ্যা বেড়ে ৪০

জাপানে তীব্র দাবদাহে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। খবর বিবিসির।

সোমবার (২৩ জুলাই) জাপানের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.১ ডিগ্রি রেকর্ড করা হয় টোকিওর নিকটবর্তী কুমাগায়ায়।

এছাড়া দাবদাহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ।

জাপানে অতীতের সব রেকর্ড ভাঙলো তাপমাত্রা। দিন দিন বাড়তে থাকা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জীবন যাত্রা। নতুন নতুন সতর্কতা জারি করছে সরকার।

জাপানের কিয়োডো নিউজ এজেন্সি জানায়, দাবদাহে মৃতের সংখ্যা বেড়ে ৪০ এ দাড়িয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। সোমবার জাপানের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.১ ডিগ্রি রেকর্ড করা হয় টোকিওর নিকটবর্তী কুমাগায়ায়। এর আগে ২০১৩ সালে সর্বোচ্চ ৪১ ডিগ্রি উঠেছিল পারদ।

স্থানীয়রা জানান, বিভিন্ন স্থানে মানুষ অসুস্থ হয়ে পড়ায় ট্রেন ছাড়তে দেরি হচ্ছে। আতঙ্কে রয়েছেন সবাই।

জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মানুষকে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে থাকতে বলেছে। সেই সঙ্গে প্রচুর পানি খাওয়ারও পরামর্শ দেয়া হয়েছে।

আজকের বাজার/একেএ