জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট পঞ্চম দিনে গড়িয়েছে। টাইগারদের দেয়া ৪৪৩ রানের টার্গেট তাড়া করতে নেমে বুধবার চতুর্থ দিন শেষে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ৭৬ রান।

জিম্বাবুয়েকে জিততে হলে শেষদিন করতে হবে ৭ উইকেটে ৩৬৭ রান। ইনজুরির কারণে ব্যাট করতে পারবেন না টেন্ডাই চাতারা।

এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরি ও মুমিনুল হকের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৫২২ রানে ইনিংস ঘোষণা করে। মুশফিক ক্যারিয়ার সেরা ২১৯ এবং মুমিনুল হক ১৬৭ রান করেন।

জবাবে তাইজুল ও মিরাজের ঘূর্ণিতে ৩০৪ রানে অলআউট হয় সফরকারীরা। এতে ফলোঅনে পড়ে জিম্বাবুয়ে। তবে সফরকারীদের ব্যাটিংয়ে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে স্বাগতিকরা।

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে ৬ উইকেটে ২২৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। রিয়াদ ১০১ এবং মোহাম্মদ মিঠুন ৬৭ রান করেন।

৪৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭৬ রানের মধ্যে দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। তাইজুল ও মিরাজ উইকেট দুটি শিকার করেন।

আজকের বাজার/এমএইচ